Saturday, April 15, 2023

পয়লার বার্তা

শুভ হোক পয়লা,
থেকো নাকো একলা -
নব এই বর্ষে
থাকো সবে হর্ষে।

যদি এই গরমে,
পারো খেতে ফর্মে,
তবে চপ কাটলেট,
খেয়ে নাও ফুল প্লেট।
যদি সেটা নাই পারো,
বলছি, সবুর করো,
সন্দেশ মিষ্টি,
করো এনে ফিস্টি।

তবে ভাই বলছি
মন থেকে চাইছি,
আনো যদি গ্লাস গ্লাস,
সরবত ফার্স্টক্লাস,
ভরে থাক কানাতে,
বরফের কুচিতে।
মন হবে ঠাণ্ডা,
দিলাম ফ্রি ফাণ্ডা।

তবু দিলে ঝাপটা,
বোশেখের তাপটা,
আছে আরো অপশন,
করা যাক মেনশন।
লস্যি ও কুলফি,
আহা আহা, কাফি কাফি!
ঠিক করে ভেবে নিন,
বছরের ফার্স্ট দিন!
তারপর হোল ইয়ার,
শুভ হোক, নমস্কার!

1 comment:

Viji said...


While I was searching for this, I came across Yeh Shaadi Nahi Ho Sakti 2023 and I must say, it's truly fantastic.