Sunday, October 08, 2023

মনের মতো লেখা‌, মনের মতো খেলা, আমার ছোটোবেলা

ছোটোবেলা থেকে আমার শরৎকালের একটা আলাদা আকর্ষণ হচ্ছে পুজাবার্ষিকী আনন্দমেলা। শরৎকালটা কার কি ভাবে আসে জানি না, আমার তো এই পত্রিকা হাতে পাওয়া থেকেই শুরু হয়। এমনকি, যেহেতু এই লোভনীয় পুজাবার্ষিকীটা অন্যগুলোর তুলনায় অনেকটাই আগে প্রকাশিত হয়, আমি এখনো কিন্তু মন থেকে চাই যে এটা যেন দেরিতে আমাদের বাড়িতে ঢোকে, কারণ একবার এই বইটা হাতে পেলে, বাইরের দুনিয়ার "এখনও পুজো তো দেরি আছে মশাই" ভাবটা অসহনীয় হয়ে ওঠে আমার কাছে।
এবার অবশ্য শুধু এটাই একমাত্র নয়, এবার শরতকালেই আরেকটি চমক রয়েছে অনেকের কাছে। এবার ছেলেদের ক্রিকেট বিশ্বকাপটা শুরু হচ্ছে শরতের মধ্যেই। আমার কিন্তু আবার ক্রিকেট দেখা শুরু তখন থেকে যখন ইন্ডিয়া টিম বলতে আমি শুধু কপিল দেব বুঝতাম। লাল ডিউস বলে দিনের আলোয় সাদা পোশাক পরিহিত খেলোয়াড়দের জমানার ১৯৮৭ সালের রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ আমার দেখা প্রথম বিশ্বকাপ। তখনকার কপিল দেবের নেতৃত্বাধীন ইন্ডিয়া টিম থেকে সৌরভ গাঙ্গুলীর টিম ইন্ডিয়া পর্যন্ত আমি খেলাটার মধ্যে থেকে অদ্ভুত এক আনন্দ পেতাম। কিন্তু তারপর কি যে ঘটল - গ্রেগ সাহেবের গোলমাল না চামড়া ঝলসানো চড়া গরম সামলে আইপিএল দেখার চরম চাপ - খেলাটা দেখার আনন্দটা যেন হারিয়ে গেলো। একমাত্র ব্যতিক্রম ছিল বোধহয় বিশ্বকাপ।
এবার কি সেটাও হারিয়ে যাবে? কারণ বিশ্বকাপের মূল পর্বের শুরুটাই হচ্ছে অঘটন দিয়ে! ওয়েস্ট ইণ্ডিজ বাদ! কি কাণ্ড! এ যেন ব্রাজিলকে বাদ দিয়ে বিশ্বকাপ ফুটবল। এই টিমটাই যে ক্রিকেটটাকে উপভোগ করতে শিখিয়েছিল! মনমাতানো ব্যাটিং তো ছিলই তাদের, আর ছিল বিপক্ষকে চুরমার করে দেওয়া তীব্র গতির বোলিং। কিরকম যেন প্রথম থেকেই পেস বোলিং আমার প্রিয় হয়ে উঠেছিল, গতির প্রতি ভয় হয়তো এমন উল্টো অ্যাট্রাকশনের কারণ। তাই ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশদের ভালোবাসতে বেশি সময় লাগেনি! শুধু কি বোলিং, তাদের চলাফেরার মধ্যেই যে পরিস্কার 'ডোন্ট কেয়ার' ভাবটা ফুটে উঠতো, সেটাই মনে হয় যথেষ্ট ছিল তাদের প্রতি সম্ভ্রম জাগাতে। অবশ্য এর জন্য বোধহয় এদের ক্যাপ্টেনই দায়ী! কারণ চিউংগাম চিবোতে চিবোতে রাজকীয় ঢঙে যখন ভিভ রিচার্ডস ব্যাট হাতে বিপক্ষের বোলারদের পরম অবজ্ঞায় ঠেঙাতো, তখন লোকটাকে কিং ভিভ বলাটাই ঠিক দেখাতো, আর রাজার বন্ধুবান্ধব যে বাকিদের পাত্তা দেবে না, সেটাই যেন স্বাভাবিক ছিল! তারপর ব্যাটিং করতে নেমে ছিল ডেসমণ্ড হেনস ও গর্ডন গ্রিনিজের ওপেনিং যুগলবন্দী। আমার ধারনা যে এদের দুজনের মুখের গড়নটাতে কিছু সমস্যা ছিল, তার কারণ দুজনেই কিরকম হাসতে হাসতে বিপক্ষের বোলিং লণ্ডভণ্ড করতো! হাসিটাকে ধরে রেখে ওরকম ব্যাটিং তাণ্ডব তো এই দুজন ছাড়া আর কাউকে তো করতে দেখিনি মনে হয়! ব্যাটিংটা সত্যিই যে এই দুজন উপভোগ করত, বোঝা যেতো। জুটির কথাই যদি বলি তো বলব আরো দুজনের কথা, হার্পার আর হুপার। কে কোনটা ছিল ভুলে গেছি, তবে একজন অলরাউণ্ডার ছিল, আরেকজন বোলার। এদের কেউ জুটি বলবে কি না জানা নেই, কিন্তু আমার নিজের কাছে এদের একটা অন্য মাহাত্ম্য ছিল। হয়তো ইণ্ডিয়া ম্যাচ চলাকলীন এদের ব্যাট হাতে নামতে দেখলাম। ব্যাস! আমি নিশ্চিন্ত! এবার চান্স আছে জেতার! কারণ এদের নামা মানে উপরের দিকের ব্যাট হাতে ঠ্যাঙানোর ধ্বজাধারীরা আউট! এরকম কিছু ঘটলে বেশ লাগতো ভারতের বিপক্ষে খেলা হলে! অবশ্য হার জিৎ যেটাই হোক না কেন, খেলাটাই যেন শুধু মনটাকে ভরিয়ে রাখত। আর ছিলো স্মৃতিগুলো, যা এখনও তাজা আছে বুঝতে পারছি! বোধহয় সেটাই স্বাভাবিক! কারণ যে লোকগুলো বল হাতে বিপক্ষের মাথা না তুলতে দিতে বদ্ধপরিকর আর ব্যাট করতে নেমে অপর পক্ষের আক্রমণ দফারফা করতে পিছপা নয়, তারাই আবার নিজেদের খেলাটা খেলে নিয়েই কিরকম যেন অন্য মানুষ। কখনও নিজেদের মধ্যে হাসিমজায় ব্যস্ত, আবার কখনও অন্য টিমের প্লেয়ারদের সাথে ইয়ার্কি করতে!
আমার তো আবছা হলেও মনে পড়ছে টিভিতে দেখা একটা দৃশ্যের কথা! খেলাটা ইন্ডিয়ার সাথে বলেই বোধহয় আগে থেকে দেখছিলাম। টসের মুহুর্ত, ক্যামেরায় দুই ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে! কয়েনটা মাটিতে পড়ে যেতেই আমাদের ক্যাপ্টেন সামনে নীচু হয়ে দেখতে যেতেই রিচার্ডস দিল এক হঠাৎ ধাক্কা! টাল সামলে তাকাতেই, কপিল না আজহার, খেয়াল নেই কে ছিল, দেখলো রিচার্ডসের বদমাইশি ভরা হাসিমুখ তার দিকে তাকিয়ে, ঠিক যেন পাড়ার বড় দাদা, ছোটদের সাথে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলছে!
বাকিদের কথা জানিনা, ক্রিকেটে আমার কাছে ওয়েস্ট ইন্ডিজ মানে এটাই। এগারোটা প্লেয়ার মাঠেতে একসাথে দুলকি চালে যখন নামতো, তখনই খেলাটা যেন কি একরকমের রাজকীয় মাত্রা পেত। ক্রিকেটিয় অ্যাগ্রেসন নিয়ে অনেক কিছু দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু অ্যাগ্রেসনের সৌন্দর্যটা ক্রিকেট মাঠে বোধহয় একটাই টিমের থেকে দেখেছিলাম - ওয়েস্ট ইন্ডিজ। তাই এবার বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্বে তাদের না থাকাটায় বেশ আশ্চর্য লেগেছিল। বুঝেছিলাম, টিমটা এখন সত্যি অনেকটাই পিছিয়ে গেছে প্রতিযোগিতায়। আশা রাখব, পরের চার বছরের মধ্যে আবার এই দলটা স্বমহিমায় ফিরে আসবে! আরেকটাও আশা রাখব, যদি অন্য আরেকটি দলকে পাই, যার খেলাটা দেখে ভালোবাসতে পারবো!
শুরুটা আনন্দমেলা দিয়ে করে খেলাতে ঢুকে পড়লাম। এবার আবার ফিরে আসি সাহিত্যে। বিশ্বকাপ ক্রিকেটে যেরকম ওয়েস্ট ইন্ডিজকে না দেখে অস্বাভাবিক লেগেছিল, এবার পুজাবার্ষিকী আনন্দমেলা পেয়েও খানিকটা সেরকমই অনুভুতি হয়েছিল! আমি ঠিক কোন বছরে প্রথম পুজাবার্ষিকীটা নিয়েছিলাম মনে নেই এখন, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসবিহীন শারদীয়া আনন্দমেলাটা এই প্রথম! বোধহয় প্রথম যে উপন্যাসটা আমি পড়েছিলাম শীর্ষেন্দুবাবুর, এই শারদীয়াতে, তা হলো ঝিলের ধারে বাড়ি! প্রথমে কিন্তু আদৌ তেমন পছন্দের ছিলো না শীর্ষেন্দুবাবুর বড় লেখাগুলো। কত চরিত্র রে বাবা গল্পগুলোতে! তার উপর অদ্ভুতুড়ে প্লট, ভালো চোর - খারাপ চোর, বদমাইশ ভূত - ভীতু ভূত, ভীনগ্রহী, গুপ্তচর, বোকা গোয়েন্দা, দৌড়বীর, কৃপণ জমিদার, পাগলা সাহেব, ততোধিক ক্ষেপা শিক্ষক, গুপ্তধন, বিজ্ঞানী, গায়ক, বাদক, কি নেই! আর তাদের বয়স - শীর্ষেন্দুর গল্পে সাপোর্টিং কাস্টের গড় বয়স প্রায় একশোর কাছাকাছি হয় যদিও তাদের স্বাস্থ্য হবে মজবুত! সংক্ষেপে, মাথার মধ্যে গোলমাল পাকানোর জন্য যা যা বিদঘুটে কম্বিনেশন দরকার, সমস্ত তো একসঙ্গে থাকতোই উপন্যাসগুলোতে, সঙ্গে থাকতো আরো অনেক কিছু! তাই প্রথমদিকে মাথাটাথা গুলিয়ে একাক্কার! বাকিদের লেখার সাথে কিছুতেই মিলতো না, পড়তে পড়তে ভয় হতো, উপন্যাসের শুরুতে কোন চরিত্র কি ছিল ভুলে না যাই। কিন্তু কি আশ্চর্য, প্রতিবারই গল্পটার গভীরে কখন যে ঢুকে যেতাম, বুঝতেই পারতাম না। উপন্যাসের শেষের পাতায় এক নিরবিচ্ছিন্ন আনন্দ পেতাম অধিকাংশ ক্ষেত্রেই! প্রথমে যতই চরিত্রের ঘনঘটা থাকুক না কেন, প্লটের মধ্যে ঠিক সবাই কিরকম মিশে যেত। কল্পনার সীমানা পার করে দেওয়া প্লটগুলো প্রতিবার পরিবেশিত হত মজার মোড়কে। এমনকি গল্পের নামগুলো পর্যন্ত মুখেতে হাসি নিয়ে আসতো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস আসলে যেন রূপকথার হাতছানি - আধুনিক রূপকথা। তবে এই রূপকথা ঠিক ঠাকুমার ঝুলি হতো না, হতো ঝুলির বাইরে থাকা পৃথিবীটা নিয়ে রূপকথার এক মায়াময় জগত, যে কাহিনীগুলো খুব সহজেই কিশোর মনে দিতে পারতো খুশির দোলা। এই জগতের মানুষগুলোর চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য থাকলেও, তারা ভিতরে কিন্তু হয় সহজ সরল! তাই তো তাদের আকর্ষণ অমোঘ! এটাই তো কারণ যে প্রতিবার মুখিয়ে থাকি শীর্ষেন্দুর লেখাটা পড়ার জন্য, সে বয়স হোক না আমার কিশোরোর্ধ কি তারও অনেক বেশি! তাই তো এবার মনটা কিরকম করে উঠলো শীর্ষেন্দুর লেখাটা না দেখতে পেয়ে! হঠাৎ করে বুঝতে পারলাম বয়সটা তাহলে সবারই বাড়ছে! কিন্তু তা বলে কি আর পাবো না আমার এই প্রিয় লেখকের উপন্যাস? নিশ্চয়ই নয়! আবার আশা করব পরের বার, না হলে তারও পরের বার! সাথে চাইব নতুন কাহিনীকারদের মধ্যে আরেকটি শীর্ষেন্দু যেন আবার আসে! আবার যেন দেখতে পাই আলো ঝলমলে কিছু লেখা, যে লেখায় পাবো প্লটের মজা, সীমাহীন কল্পনা, সত্যের জয়, লেখনীর জোর আর মনটাকে বড় করেও মনের বয়সটাকে বাড়তে না দেওয়ার ক্ষমতা!
প্রিয় শারদীয়ায় শীর্ষেন্দু ও বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে না পাওয়া কিরকম যেন সমাপতন লাগছে। তবে মিলটা শুধু মনখারাপের নয়, মনকেমন করা কিছু স্মৃতির ভাণ্ডার খুলে শরৎকালের চেনা আমেজটা এই যে দুজনে মিলে মনে পড়িয়ে দিল, সেটাই বা কম বলি কি করে!

Tuesday, April 25, 2023

The Eken: Ruddhashwas Rajasthan

Ekenbabu is back in the big screen, and this time in the majestic Rajasthan! Rides on camel, visits to palaces, desert tours are there as are tasting the local cuisines, a necessity, according to Ekenbabu, to have a complete feel of a new place. With Bapibabu and Pramathababu as the usual tour mates, the holiday is all set for a joyride. But alas, where there is a detective, there ought to be at least a crime and the audience will be rejoiced, riding the merry wheel of adventure, wrapped in mystery.
The ever fussy Ekenbabu is no exception and Rajasthan, a hunting ground for Feluda, now seeks the chubby detective to look for stolen artefacts, missing persons and solve murder!
With a pace that will never feel unnatural, the movie is a thrilling ride of suspense and fun. Blending humour in just the right amount, the central theme is very much focussed. A museum curator with a queer interest in replica, an alleged professor of archaeology who drops in uninvited and a chemistry professor with an interest in lost antiques, the list of suspects grows equally diverse. Thus it remains to be seen how Ekenbabu handles the confusion and solves the puzzles and fights against a vicious villain, rumoured to gulp his opponents, without leaving a trace of the body anywhere.
Joydip Mukherjee directs the thriller and trims it perfectly for the old and young to enjoy together. The audience packed halls easily indicate the growing popularity of Ekenbabu, much of whose credit must be given to Anirban Chakrabarti in keeping the character consistently lively. Playing the satellites and supporting the irritatingly clever sleuth, Suhotro Mukhopadhyay as Bapibabu and Somak Ghosh as Pramathababu enhances the chemistry between them and Ekenbabu in styles, which are fascinatingly unique for each yet contrastingly comic, completing the package of smart entertainment. Another notable cast is Sudip Mukherjee as the local police chief and a training mate of Ekenbabu in the start of their career, whose appearance and dialect were so astonishingly perfect throughout that I held him as a Rajasthani actor for the initial few introductory sequences, at least.
Echoing a creepily crooked concept from Elementary, the film is a fantastic entertainer but will fall short of critical applause due to the coarse commercial inserts that felt way out of the context and appeared childishly scripted, given the flurry of tributes reserved for Ray and his subtleties in Sonar Kella, Joy Baba Felunath. Thus, the movie will be appreciated for the uncompromised suspense that it gifts but will be appreciated less for the lack of finesse it serves.

Wednesday, April 19, 2023

Natya Gaaner Parampara

The Poila Baisakh, this year, couldn't have been better spent than what we enjoyed at Academy during the noon. Ambarish Bhattacharya and Sohini Sengupta presented one of the unique demonstrations of songs on stage titled, Natya Gaaner Parampara, a tribute to the composers and their musical creations for the Bengali theatres over the years. The programme was simply marvellous.

Mesmerising the audience with numbers, primarily designed for various plays, the performance celebrated the musical diversity that enriched the Bengali theatres through the ages. Melody, traditionally played as conventional Rabindrasangeet, was rendered by

Ambarish with his brilliantly supporting musical ensemble in a way, designed reportedly, by the great laureate himself, for drama! Sohini gave her voice to a Swatilekha Sengupta composition, yet to be included in a play and perhaps displayed the latest upto which Bengali music for the stage has evolved. Spanning, literally, over centuries, from the early nineteenth to the twenty-first, the depth of the musical contribution in Bengali theatres seemed never to be better explored! Songs were selected from plays of Shishir Bhaduri, Ajitesh Bandyopadhyay and presented to give us a taste of the yonder years of which we only might have heard! The Marjina Abdullah duet by Bhattacharya and Sengupta
from the play, Alibaba, displayed the perfection of comic timings in harmony. Rarest of the rare numbers, a song with music composed by Bankim Chandra Chattopadhyay belonged to the category of serious lyrics, while a parody composed by Jyotirindranath Tagore reflected the sobriety in satire, the golden art of forgotten old! The children in the audience also had something for them too, as besides the other hilarious pieces, a charmingly addictive cuddly rhythm, from Astronauter Thikana, displaying a novel and diverse manifestation of vocal skill, not only refreshed the younger batch, but this seemingly effortless singing, being far from a childish attempt, promised moments of innocent mirth and smiles on all the faces that listened.

Thus, the programme truly displayed the spectrum of theatrical ballads, composed for all the human sentiments and spanning over more than a century, a tradition of tunes, distinctly Bengali and one, which is evolving continuously in all the varied musical shades.

Harmonising majestically with their instrumental adroitness, Rajeeb Chatterjee on octapad, Dipankar Chattopadhyay on keyboard, Abhijit Basu on tabla and conducted by Subir Sanyal on harmonium, the accompaniment was both superb and absolute. The lighting arrangement by Sadhan Parui and the decor by Ayan Ghosh transformed the stage to the gorgeous gramophone period while the sound arrangement of Santu Das and Soumitra Das (Das & Co) preserved the acoustic elegance with modern appendages. Supervised by Arghya Dey Sarkar, this Nandikar production will remain memorable to music lovers for days to come if not years!

The magnetism of music was apparent in the way the audience synched gradually and actually played the main cast in the culminating Dhana Dhanye Pushpe Bhora when the real artists suggested the leads while the majority of the audience sang the entire song, standing, in a unique display of passion and musical harmony, a gesture so theatrical but so earnest - tradition is indeed so alluring!

Caveat: A soothing gesture of offering ORS to each and every audience in the waiting area of Academy by staffs of Nandikar was not only welcome in the scorching heat but won the heart even before a single note had started quenching the musical thirst.

pictures: Amrita De

Saturday, April 15, 2023

পয়লার বার্তা

শুভ হোক পয়লা,
থেকো নাকো একলা -
নব এই বর্ষে
থাকো সবে হর্ষে।

যদি এই গরমে,
পারো খেতে ফর্মে,
তবে চপ কাটলেট,
খেয়ে নাও ফুল প্লেট।
যদি সেটা নাই পারো,
বলছি, সবুর করো,
সন্দেশ মিষ্টি,
করো এনে ফিস্টি।

তবে ভাই বলছি
মন থেকে চাইছি,
আনো যদি গ্লাস গ্লাস,
সরবত ফার্স্টক্লাস,
ভরে থাক কানাতে,
বরফের কুচিতে।
মন হবে ঠাণ্ডা,
দিলাম ফ্রি ফাণ্ডা।

তবু দিলে ঝাপটা,
বোশেখের তাপটা,
আছে আরো অপশন,
করা যাক মেনশন।
লস্যি ও কুলফি,
আহা আহা, কাফি কাফি!
ঠিক করে ভেবে নিন,
বছরের ফার্স্ট দিন!
তারপর হোল ইয়ার,
শুভ হোক, নমস্কার!

Saturday, March 18, 2023

Ek Theke Baro

I'd read about Twelve Angry Men, saw the movie, Ek Ruka Hua Faisla, but when I witnessed Ek Theke Baro on stage, based on the same story, the experience was electrifying!
The fate of a young ruffian hangs in the balance as twelve jurors deliberate in a closed room to decide on the accused. What will be the decision - will it be the deathly gallows or freedom?Eleven seems certain about the boy's crime while only one has doubts. And here begins the drama. A single case, a focused plot, a single room with a goal for a single decision. But a dozen persons with a dozen views, a dozen perspectives and a dozen traits that they represent had apparently at least a dozen reasons to differ!
But the court wants a decision unanimous and so starts the deliberation. Locked in a room till the decision is reached, some goes hungry while others go impatient. Reason fights emotion while logic pits against bias. Passion prevails while irritation peaks. The sane fights the obsessed and the serious confronts the casual.
Can the truth be ever unveiled? Will the accused get the deserving judgement? The debate that started with the eleven convinced against the one favouring otherwise, not only unwraps the evidences in new light but also exposes the raw perspectives of the general populace. When prejudice unfurls its irrational fangs and obsession clouds judgement, the logical few will always be tasked with the difficult assignment of spelling out the right decisions against the impatiently arrogant and the impertinently ignorant.
Nandikar presents this tremendously thrilling drama directed by Saptarshi Maulik. The director also acts as one of the juries and is correctly critical in his performance as his character demands. Assisting him in direction is Arghya Dey Sarkar who is deputy to Maulik in direction but on stage, his characterisation as the stubbornly passionate and aggressively obstinate jury will easily keep him way ahead of the others. Barishan Chatterjee will deserve a special applause, representing the sober elderly with faith in the youth, in this Swatilekha Sengupta adaptation of the original. Sourav Dinda portrays the insignificant peon with no or only tiny crumbs of dialogues, who starts the proceedings and closes them as well, signing off with significance infused in the character, representing the contrastingly gentle regular worker with defined duties, a mind not unhinged by the stress of taking decision that matters!
The entire presentation is brilliant and will request the fans of drama to watch this display of passion where thrill will flow, emotions will engulf the audience, senses will writhe with the rage that arises on stage as you will never be certain till the very climax whether sanity will prevail and order restored. A fantastic compact presentation that will keep the audiences on edge throughout and time will fleet past with a pace accelerating yet surprisingly steady.
There is a very interesting caveat. There is a wallpiece on stage that runs on real time. Though the actual time will be different but audience may note the duration of the presentation from the clock, clearly in their view, and will surely appreciate the precision of acting in this dialogue intensive presentation that wraps up in style within the duration, announced at start, reflecting professionalism at its finest.